যখন এই জীবনে নামে নিশির আঁধার,আকাশে বাতাসে যেন দ্বন্দ্ব, হাহাকার,সুস্বপ্ন বুনে তার সৌম্য মায়াজাল—আনিয়া রজনী তীরে শুভ্র সকাল।আর সেই মায়াজালে, পরাজিত আমিশুনিয়া সহস্রাধিক ঊর্ধ্বস্থ ধ্বনি— দেখি শত স্বর্ণলতা নয়নের মাঝেগাঁথিতেছে পুষ্পমালা স্বপনের সাজে। তখনই সেই হিংস্রতার রক্তাক্ত ক্ষনে,জানিনা কীভাবে মোর চিত্তে আর প্রাণেজাগে কত শুভ্র আশা—গায় শত গীতভুলিয়া সকল অন্ধ ছলনার অতীত।আর শুধু মনে জাগে— এ বিশ্বে…
Category: Bengali Poems
A list of Bengali Poems by Shayan Das
অমর স্মৃতি
কখনো একাকী যখন ভাবের মাঝারেরচি গো কুসুম কানন যেন নিশার স্বপনে,সরাইয়া যামিনীর আঁধার— সমস্ত আলোকিত করে,সহস্র তব স্মৃতি আসে মোর মনে।সতত তখন শুধু ভাবি এ বিরলে,ভুলিয়া সকল আশা সুখে দুঃখে ভয়ে,জানিনা কীসের মায়ায়— কোন জাদু ছলেগাঁথিয়াছে তব পুষ্প মোর এই হৃদয়ে। সহস্র অশ্রুভরা মোর এই জীবনেভুলিয়াছি কত কান্না মণি মুক্তা ধনে,তবুতো কিছু স্মৃতির নাহি থাকে ক্ষয়মনের মন্দির…